ব্রেকিং নিউজ: আরব আমিরাতে শেখ হাসিনার ২৪ ঘন্টা আটকাদেশ

অর্থ পাচার দুর্নীতি মামলায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সিভিল কোর্টের একটি আদালত বাংলাদেশের প্রধানমন্ত্রী (অবশ্য কেউ কেউ তাকে বিনা ভোটের বা নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন) শেখ হাসিনাকে ২৪ ঘন্টা হাজতে আটকে রাখার নির্দেশ দিয়েছে, তার পাসপোর্টও ২৪ ঘন্টা কোর্টের কাছে আটক থাকবে।
৬ দিনের সফরে আবুধাবী গিয়ে তিনি হোটেল সাঙরিলায় অবস্থান করছিলেন। হোটেলের ঠিকানা Shangri-La Qaryat Al Beri, Abu Dhabi, Khor Al Maqta, Qaryat al Beri – Abu Dhabi – UAE, Phone: +971 2 509 8888.
তবে গতকাল বুধবার বিকালে আদালতে হাজিরা দেয়ার পর থেকে তিনি আর এই হোটেলে নেই। আজ ও কাল তার কোনো কর্মসূচি নেই। শারজাহ আদালত সূত্রে জানা গেছে, তাকে শারজাহতে অন্য একটি হোটেলে কারা কতৃপক্ষের অধীনে রাখা হয়েছে। ঐ হোটেলকে সাবজেল ঘোষণা করা হয়েছে। চারিপাশে ব্যাপক প্রহরা। এই ২৪ ঘন্টা তিনি হোটেল থেকে বের হতে পারবেন না। আওয়ামীলীগের কোনো নেতাকর্মী জানে না তাদের নেত্রী কোথায় আছে। মানি লন্ডারিং মামলায় শারজাহর সিভিল কোর্ট তাকে চুড়ান্তভাবে সতর্ক করেছে এই বলে যে, এরপর ভার্চুয়াল হাজিরা মিস করলে ওয়ারেন্ট জারী করা হবে।